‘কাব্যিক শুদ্ধতায় মানবিক জাগরণ’ শ্লোগানকে লালন করে ১৯শ ৫২টি মঙ্গলপ্রদ্বীপ জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণে ১০ম কবিতা উৎসবের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ‘একজ’ জাগরণে…।
শুদ্ধ উচ্চারণে কবিতা পাঠের ব্রত নিয়ে শুক্রবার সন্ধ্যায় গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরের উৎসবের শুভ সূচনা করেন একজ জাগরণের আহবায়ক সুজন সরওয়ার। উৎসবে অংশ গ্রহন করে ফরিদপুর আবৃত্তি সংসদ, মাদারীপুরের ‘উদ্ভাস’, ‘মাত্রা’, ‘খৈবত আবৃত্তি ভূমি’, কুষ্টিয়া আবৃত্তি পরিষদ, মাগুরার ‘কণ্ঠবীথি’, গোপালগঞ্জের ‘অনুনাদ আবৃত্তি সংগঠন’, বাগেরহাটের ‘স্মরনিন্যাস’, শরীয়তপুরের ‘স্বরবৃত্ত’, সাতক্ষীরার ‘সাম্প্রতিক’, রাজবাড়ীর ‘প্রিয়তমাষু আবৃত্তি নিকেতন’, ঢাকা জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের ‘ধ্বনি’ নামের আবৃত্তি সংগঠন। এছাড়া বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য মাকসুর এ সাত্তার কল্লোল, বরেণ্য আবৃত্তি শিল্পী তামান্না তিথি, ইকবাল আহমেদসহ একজ জাগরণের আবৃত্তি শিল্পী বৃন্দ।
সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত কবিতা উৎসবে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার শত শত মানুষ ও দেশের বিভিন্ন স্থান থেকে কবিতা প্রেমীরা উপস্থিত থেকে উৎসব উপভোগ করেন।