তৃতীয় দফায় আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ীর ৪টি উপজেলায় আওয়ামীলীগের প্রার্থী ঘোষনা করা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে দুইজন নতুন মুখ এনেছে ক্ষমতাসীন আওয়ামীলীগ।
উপজেলা চারটি হলো, রাজবাড়ী সদর, গোয়ালন্দ, বালিয়াকান্দি ও পাংশা। এছাড়া জেলার কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী ধাপে অনুষ্ঠিত হবে।
শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসনে উপজেলা রয়েছে ৫টি। যার ৪ টিতে তৃতীয় ধাপে নির্বাচন হবে আগামী ২৪ মার্চ।
চেয়ারম্যান পদে রাজবাড়ী সদর উপজেলায় পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি, গোয়ালন্দে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারমান মোঃ নুরুল ইসলাম, পাংশায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল মোর্শেদ আরুজ এবং বালিয়াকান্দিতে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদকে চুরান্ত করা হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাশীন আওয়ামীলীগ প্রার্থীতা নিয়ে সরগরম থাকলেউ এখন পর্যন্ত নিশ্চুপ অন্যান্য বৃহৎ রাজনৈতিক দল গুলো। তবে সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা মাঠে রয়েছেন।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে জেলার কোন উপজেলাতে নির্বাচনে অংশ গ্রহন নিয়ে আলোচনায় নাই বড় রাজনৈতিক দল বিএনপি’র। জানা গেছে, রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসারের কাছ থেকে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়পত্র সংগ্রহের শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারী। বাছাই ২৮ ফেব্রুয়ারী এবং মনোনয়পত্র প্রত্যাহারের শেষ তারিখ ৭ মার্চ।