মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা পৌর শহর ও মাছপাড়াতে অটো শ্রমিককে মারপিট ও রাস্তায় চাঁদা বন্ধের দাবীতে বিক্ষোভ করেছে অটো শ্রমিকরা। রবিবার বেলা সাড়ে ১১ শহরের টেম্পুস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা অবস্থান নিয়ে সেখানে টায়ার জ¦ালিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে।
এসময় শহরের সকল সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় শ্রমিকরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ আহ্সান উল্লাহ্র নেতৃত্বে ও রাজবাড়ী ডিবি পুলিশের ওসি কামাল হোসেন ভূইয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পাংশার থানা ওসি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, শ্রমিকের উপর যারা নির্যাতন করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। দোষী যে দলেরই হোক না কেন তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। আপনারা পৌর নির্ধারিত কর ছাড়া অতিরিক্ত একটি টাকাও কাউকে দেবেন না।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, সন্ধ্যায় শ্রমিকদের নিয়ে বসে শান্তিপূর্ণ সমাধান করা হবে। আজকের সমাবেশ আপনারা এখানেই সমাপ্ত ঘোষণা করুন। প্রশাসনের আশ^াসে পাংশা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবু হাসান রতন শ্রমিকদেরকে শান্ত করে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন। এছাড়াও মাছপাড়া একই দাবীতে মাছপাড়ার অটো শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় পাংশা ফায়ার সার্ভিস সংলগ্ন মহাসড়কে মাসুদ নামের এক অটো শ্রমিককে বেধড়ক মারপিট, অটো ভাংচুর করে তার নিকট থেকে টাকা ছিনিয়ে নেয় এবং একই সাথে সরদার বাসস্ট্যান্ডে অতিরিক্ত চাঁদা না দেয়ায় অটো শ্রমিক আব্দুল করিমকে মারপিট করে চাঁদাবাজরা।