মাসুদ রেজা শিশির ॥
৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিত হবে পাংশা উপজেলাসহ ১২৭ উপজেলায় আগমী ২৪ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আওয়ামীলীগের মনোননীত চেয়ারম্যান প্রার্থী হিসাবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে এম শফিকুল মোরশেদ আরুজ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস হাজী কাওছার, পাংশা প্রেসক্লাবের সভাপতি এম এম রাসেল করিব ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক এমপি আব্দুল মতিন মিয়ার সহধর্মীনি রোকেয়া বেগম ও পৌর মহিলা আ.লীগের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান পদে সফুরা খাতুন মনোনয়নপত্র সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করেছেন।
এ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ আজ ২৬ ফ্রেরুয়ারী, মনোনয়নপত্র বাছাই ২৮ ফ্রেরুয়ারী ৭ মার্চ মনোননয় পত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৪ মার্চ অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন।