রাজবাড়ী জেলা পরিষদ সদস্য মোঃ মিজানুর রহমান মজনুর বিরুদ্ধে ২৪ ফেব্রুয়ারী জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর কালুখালী উপজেলার ৩ ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।
এর প্রতিবাদে মঙ্গলবার বিকালে জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বারের নিকট এ আবেদন পত্র পেশ করেন মৃগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর, মদাপুর ও মাঝবাড়ী ইউনিয়নের কিছু সদস্যরা।
আবেদন পত্রে উল্লেখ করা হয়, ২৪ ফেব্রুয়ারী জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর রাজবাড়ী জেলা পরিষদ সদস্য মোঃ মিজানুর রহমান মজনু বিরুদ্ধে মৃগী ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও মাঝবাড়ী, মদাপুর ইউপরি সদস্যরা স্বাক্ষরিত যে অভিযোগ পত্রটি দিয়েছে, সেটি মিথ্য ও ভিত্তিহীন। ওই অভিযোগ পত্রে স্বাক্ষরের সাথে তাদের কোন সর্ম্পক্ততা নাই এবং তাদের স্বাক্ষর জাল করেছেন। মাঝাবাড়ীর চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম ও মাদাপুরের চেয়ারম্যান মোঃ আবুল কালাম মৃধা তাদের স্বাক্ষর জাল করে জেলা পরিষদের নিকট হস্তান্তর করেছে, যা আইনসঙ্গত না। ওই দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্তে সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন ইউপি সদস্যরা। সেই সাথে মিজানুর রহমান মজনুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ থেকে দায়মুক্তির প্রর্থনা করেছেন।
আবেদন পত্রের অনুলিপি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের সচিব, বিভাগীয় কমিশনার ঢাকা, জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী বরাবর দেওয়া হয়েছে।