রাজবাড়ীর গোয়ালন্দে বৃহস্পতিবার দিনগত রাতে ৬ জুয়াড়ুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় নগদ টাকা ও তাস সহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো গোয়ালন্দের রাশেদ মৃধা (২৮), লিটন শেখ (২২), ফেরদৌস শেখ (২৩), কুদ্দুস শেখ (২৪), রায়হান মন্ডল (২২) ও চুয়াডাঙ্গা জেলার দামুহড়দা উপজেলা কালিবাড়ি গ্রামের আক্তার মন্ডল (৪২)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. এজাজ শফী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ পৌরসভার ৬নং ওয়ার্ডের নতুন পাড়া একালার একটি জুয়াড় আসর থেকে ওই ৬জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।