“ভোটার হব-ভোট দিব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোটার দিবস পালিত হয়েছে। ভোটার দিবস উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এ সময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশেক হাসানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, জেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় একটি র্যালী। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।