সোহেল রানা ॥
রাজবাড়ীর বালিয়াকান্দিতে খেলতে খেলতে অসাবধান বশত বাড়ীর পাশের পুকুরে ডুবে সাদিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার পিতার নাম, রতন শেখ। বাড়ী উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামে।
শিশুর পিতা রতন শেখ জানান, তার শিশু কন্যা সাদিয়া শনিবার সকাল ১০টার দিকে বাড়ীতে খেলতে খেলতে অসাবধান বশতঃ বাড়ীর পাশের পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে খোঁজাখুজি করতে করতে এক পর্যায়ে দুপুর ১২টার দিকে পুকুরে ভাসতে দেখা যায়। পানি থেকে উঠানোর আগেই সে মারা যায়।