রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের বার্ষিক সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টার দিকে কলেজ প্রাঙ্গনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত, নৃত্য, বরণ নৃত্য ও গান পরিবেশন করে ছাত্রীরা।
এতে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসামা সিদ্দিকা মিলি বিপিএম, কলেজর উপাধ্যক্ষ একেএম ইকরামুল করিম, শিক্ষক পরিষদের সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহফুজা খাতুন মলি, বার্ষিক সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ খান ও এসএম সামছুজ্জামান। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।