মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সামনের সড়কে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। ”শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” প্রতিপাদ্যকে ধারণ করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস শাহিদা আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, বিভিন্ন নারী উন্নয়ন সংগঠনের নেত্রীবৃন্দ, বে- সরকারী সংস্থা এফ এইচ এসোসিয়েশন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এ মানব বন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।