“সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে আন্তজার্তিক নারী দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ গ্রহন করেন, রাজবাড়ী মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, রাজবাড়ীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সচেতন নাগরিক কমিটি (সনাক), জ্ঞান স্টপ ক্রাইসিসসেল (ওসিসি)সহ বিভিন্ন সংগঠন। এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আমিনুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস প্রমূখ। এ সময় অসহায় নির্যাতিত নারীদের পাশে প্রশাসন সবাইকে থাকার আহ্বান জানানো হয় এবং নারী নির্যাতন বন্ধে প্রশাসনকে আরো কঠোর হতে হবে।