সোহেল রানা ॥
রাজবাড়ীর বালিয়াকান্দি ইউনিয়নের খোর্দ্দমেগচামী গ্রামে অগ্নিকান্ডে একটি পরিবার সর্বস্ব হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।
মঙ্গলবার রাতে বালিয়াকান্দি ইউনিয়নের খোর্দ্দমেগচামী গ্রামের হাসেন আলী মোল্যার ছেলে লাহু মোল্যার বাড়ীতে আগুন লাগে। এতে একটি টিনের থাকার ঘর, একটি গোয়াল ঘরসহ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৩লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত হয়েছে। বালিয়াকান্দি ও মধুখালী থেকে দু,টি ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।