রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিদ্যুতের খুঁটিতে লাইন টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদ হাসান (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮ টার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার আখ সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাহিদ হাসান যশোর জেলার মেহেরপুর গোপসেনা গ্রামের মোঃ নাসির উদ্দিনের ছেলে।
নিহত নাহিদের চাচাতো ভাই ও বৈদ্যুতিক লাইন টানোর কাজে নিয়োজিত ফোরম্যান আঃ কাদের বলেন, ‘গত ২৫ দিন আগে নাহিদ যশোর থেকে রাজবাড়ীতে আসে। বুধবার সকালে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় সে উপর থেকে নিচে পরে যায়। দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ এসএম তারেক আনাম জানান, ‘হাসপাতালে নাহিদকে মৃত অবস্থায় নিয়ে এসেছে তার লোকজন। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানা পুলিশকে জানানো হয়েছে।