মাসুদ রেজা শিশির ॥
রাজবাড়ীর পাংশা সরকারি কলেজ মাঠে শুক্রবার আবুল মাহমুদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী খেলায় রঘুনাথপুর ক্রিকেট একাদশ বিশাল ব্যাবধানে জয়লাভ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে আবুল মাহমুদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সভাপতি ও পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক দিপক কুমার কুন্ডুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টর উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা আ.লীগের সভাপতি এ,কে.এম শফিকুল মোরশেদ আরুজ, জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু।
উদ্বোধনী খেলায় রঘুনাথপুর ক্রিকেট একাদশ টসে জিতে ব্যাড করতে নেমে নির্দ্ধারিত ৩৫ ওভারে ৩১৯ রান করে ৩২০ রানের টার্গেটে ব্যাড করতে নেমে বি এম ডি যুব সংঘ মাত্র ৮৫ রান করে অল আউট হয়েছে। এ খেলায় আম্পিয়ার হিসাবে দায়িত্ব পালন করেন রোকুনউজ্জামান তপু ও সুব্রত কুমার দাস কালা।
উদ্বোধনী খেলায় রঘুরাথপুর ক্রিকেট একাদশের খেলোয়ার আকিব ১০০ রান করে ম্যান অব দ্যা ম্যাস নির্বাচিত হয়েছেন।