দৌলতদিয়া ঘাট এলাকায় মোবাইল ফোনসেট ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক নাইম হোসেন (১৯) নামের যুবককে কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে ঢাকা জেলার আশুলিয়া থানার খেজুরটেক মির্জানগর গ্রামের আ. মুন্নাফ হোসেনের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. এজাজ শফী জানান, শনিবার ভোর ৩টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকার কফিল উদ্দিন ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা এক বাস যাত্রীর কাছ থেকে মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ওই যুবক জনতার হাতে আটক হয়। খবর পেয়ে থানা পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন তাকে ৩ মাসের কারাদন্ড দিয়ে রাজবাড়ীর জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।