সোহেল রানা ॥
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার নেতৃত্বে র্যালী বের হয়। র্যালী শেষে বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের একটি দল অগ্নি নির্বাপনে মহড়া প্রর্দশণ করেন।
পরে ”দূর্যোগ মোকাবিলায় প্রস্তুতি,হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। এসময় বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের রেজাউল ইসলাম, ইউসুফ মোল্যাসহ শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।