রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে। ওই ইউপি সদস্যের নাম, সাদ্দাম ফকির (৩২)। তার পিতার নাম, কামাল হোসেন ফকির। বাড়ী উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, নবাবপুর ইউপি সদস্য সাদ্দাম ফকির দীর্ঘদিন যাবৎ ফেনসিডিলের ব্যবসা করে আসছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই রেজাউল করিম, এ,এস,আই সোহেল রানা, এ,এস,আই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বেরুলী-সোনাপুর সড়কের বকশিয়াবাড়ী সড়কের ইব্রাহিমের বাড়ীর সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার কাছে থাকা ২ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এব্যাপারে থানার এ,এস,আই সোহেল রানা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। তাকে রবিবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।