মাদকমুক্ত রাজবাড়ী গড়ার প্রত্যয় নিয়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ ডিবি।
এ সময় জেলার বিভিন্ন এলাকা থেকে ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে করা হয় সেই সাথে উদ্ধার করা হয়েছে ৫৯৮ পিছ ইয়াবা। আটককৃতরা হলো, মোঃ মান্নান শেখ, শাহিন শেখ, পাপ্পু, আরশাদ শেখ, নয়ন মোল্লা।
রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুইয়া জানান, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম ও পিপিএম এর নির্দেশনায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে ওই পাচজনকে গ্রেপ্তার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।