রবিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাকিব খান, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চেীধুরী, বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ নিজাম মন্টু, প্রভাষক শামীমা আক্তার মুনমুন পুমুখ।
এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।