রাজবাড়ী জেলা সদরের বাগমারা এলাকায় যাত্রীবাহি বাস উল্টে খাদে পড়ে ৯ যাত্রী গুরুতর আহত হয়েছে।
আহতরা হলেন, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর হোসেন, ডলি, ফরিদা, রোকেয়া, মোঃ মোসলেম খান, কেসমত আলী, জাহেদা, ও সৈকত। এদের মধ্যে থেকে জাহাঙ্গীর হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান, রবিবার বিকেলে রাজবাড়ী থেকে একটি লোকাল বাস কুষ্টিয়া উদ্দেশে যাচ্ছিল এ সময় বাগমারা এলাকায় গেলে বাসটি উল্টে পাশের খাদে পরে যায়। সাথে সাথে স্থানীয়রা আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।