রবিবার রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় এলাকা থেকে হাসানুজ্জামান নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে রাজবাড়ী থানা পুলিশ। সে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খালিশপুর এলাকার আনিছুর রহমানের ছেলে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান, হাসানুজ্জামান বাংলাদেশ পুলিশের কোন সদস্য নয়। সে একটি ভুয়া আইডি কার্ড বানিয়ে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ফায়দা লুটার চেষ্টা করে আসছিলো। এমনকি দুই মাস আগে পুলিশ পরিচয় দিয়ে রাজবাড়ী জেলার লক্ষীকোল এলাকার জনৈক্য এক ব্যক্তি মেয়েকে বিয়ে করেছে। তার বিরুদ্ধে প্রতারনার মামলা দায়ের করা হয়েছে।