আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ৫ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাজবাড়ীর ৪টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। পদ্মা বিধৌত ও রেলের শহর রাজবাড়ী সদর। সৎ যোগ্যে ও যে প্রার্থী সুখে-দুখে সাধারন মানুষের পাশে এসে দাঁড়াবে এমন প্রার্থীকেই ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করতে চান।
এদিকে উপজেলা গুলোতে নির্বাচনী প্রচারনায় এখন ব্যাস্ত চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা। প্রার্থীরা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘোষিত গ্রামকে শহরের পরিনত করার বিষয়টি বাস্তবে রুপ দিতে ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন।
রাজবাড়ী সদর উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস-চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এদের সবাই আওয়ামী পন্থী। এ কারণে উপজেলাটিতে চেয়ারম্যান পদে ত্রি-মূখি লড়াই হবে ধারনা ভোটারদের। নির্বাচনে চেয়ারম্যান, পুরুষ ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের পাশাপশি মহিলা ভাইস-চেয়ারম্যানরাও প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
রাজবাড়ী সদর ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা গঠিত উপজেলাটি মোট ভোটার রয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৫৯ জন। পুরুষ ১ লাখ ৩০ হাজার ৬৩৪ এবং মহিলা ১ লাখ ২৯ হাজার ৩২৫ জন। মোট ভোট কেন্দ্র ১০২ টি। রাজবাড়ী সদরে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী (দোয়াত কলম), এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস (আনারস), মোঃ সফিকুল ইসলাম সফি (নৌকা), পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে মোহন মোল্লা (টিউবওয়েল), এ্যাডঃ সফিকুল হোসেন (উড়োজাহাজ), রকিবুল হাসান পিয়াল (তালা), মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মীর মাহফুজা খাতুন মলি (কলস) ও মোছাঃ আলেয়া বেগম (হাঁস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন।
সাধারন ভোটাররা বলছেন, উপজেলা পরিষদ নির্বাচনে যারা সুখে-দুখে সাধারন মানুষের পাশে থাকবে এমন যোগ্যে প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাচন রির্টানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান বলেন, আচরণ বিধিমালা অনুযায়ী প্রার্থীরা প্রচার-প্রচারনা চালাচ্ছেন। তবে আচরণ বিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহন করবেন।