রাজবাড়ী সদর উপজেলার বানিবহতে বাবার হাত ছুটে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় ঈশা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে বানিবহ বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। ঈশা বানিবহ এলাকার চান্দু ব্যাপারীর মেয়ে।
স্থানীয় আব্দুল লতিফ জানান, শিশু ঈশা বানিবহ বাজার এলাকায় রাস্তার পাশে তার বাবা চান্দু ব্যাপারীর হাত ধরে দাঁড়িয়ে ছিল। এ সময় রাস্তার বিপরীত পাশে চাাচাতো ভাইকে দেখে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে একটি চলমান ট্রাকের সাথে ধাক্কা লেগে আহত হয়। আহত অবস্থায় শিশুটি উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাহিদ রায়হান এর সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি হাসপাতালের আনার পূর্বেই মারা গেছে।