রাজবাড়ীর বিভিন্ন এলাকায় খাবারের সন্ধানে ঘুরে বেরাচ্ছে দুটো কালোমুখো হনুমান। বিপন্ন প্রায় হনুমান দুটি দেখে অনেকে ভয়ে আতকে উঠলেও কেউ কেউ আবার উৎসাহ নিয়ে কিনে দিচ্ছে কলা বিস্কুটসহ বিভিন্ন খাবার।
সোমবার সকালে জেলা শহরের রেলগেট এলাকায় রেলওয়ে বিভাগের ওভার ব্রীজের উপর বসে থাকতে দেখা যায় একটি কালোমুখো হনুমান। একই সময়ে জেলা শহরের ১ নম্বর বেরাডাঙ্গা বাশের শাকোর উপর বসে থাকতে দেখা যায় আর একটি হনুমানকে।
জেলা শহরের ১ নম্বর বেরাডাঙ্গার মুদি দোকানদার বাবু জানান, এই হনুমানটি বেশ কয়েক দিন এই এলাকায় অবস্থান করছে। বাচ্চাও শিশুরা ভয়ে রাস্তায় আসতে সাহস পাচ্ছেনা। তবে বড়রা তাদের কষ্টের কথা ভেবে খাবার কিনে দিচ্ছে।
রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল দত্ত জানান, কালোমুখো ওই হনুমান গুলো দলবদ্ধভাবে বসবাস মকরতে পছন্দ করে। আমাদের জেলায় হনুমানের বসবাসযোগ্য স্থান না থাকায় মাঝে মাঝে ওরা হিং¯্র হয়ে উঠে। ধারনা করা হচ্ছে যশোহর জেলা থেকে হনুমান দুটি রাজবাড়ীতে আসছে। তাছারা আমাদের বিপন্ন প্রায় এই হনুমান সংরক্ষনের কোন ব্যবস্থা নেই। যে কারনে আমরাও কোন ব্যবস্থা গ্রহন করতে পারছি না।