সোহেল রানা ॥
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ নাশকতার মামলার একজন সন্দিগ্ধ আসামীকে গ্রেফতার করেছে। তাকে মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করেছে।
বালিয়াকান্দি থানার এস,আই অঙ্কুর কুমার ভট্রাচার্য্য জানান, বালিয়াকান্দি সদর ইউনিয়নের জাবরকোল গ্রামের কামাল মিয়ার বাড়ীতে গত ১০ ডিসেম্বর রাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ক্ষতি সাধন করার মামলার সন্দিগ্ধ আসামী মোঃ মামুন মোল্যা (৪০) কে সোমবার রাতে গ্রেফতার করা হয়। মামুন মোল্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের দিয়ারা গ্রামের হাকিম মোল্যার ছেলে। তাকে মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।