গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে আটক ৩ মাদক মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলো, গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়া গ্রামের মৃত তাইজদ্দিন শেখের ছেলে আবুল কাশেম শেখ (৪২), দৌলতদিয়া ইউনিয়নের সামছু মাষ্টারের পাড়া গ্রামের মৃত জয়নাল খানের ছেলে আজাদ খান (৫০) ও গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডের ক্ষুদিরাম সরকার পাড়া গ্রামের হরিপদ বিশ^াসের ছেলে সুরেশ বিশ^াস (৪৪)।
রাজবাড়ী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভীর হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে গাঁজাসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে রাতে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আজাদ খান ও আবুল কাশেম শেখকে এক বছরের ও সুরেশ বিশ^াসকে ৬ মাসের কারাদন্ডে আদেশ দেয়।