সারাদেশে শতবর্ষী নাট্যমঞ্চে নাট্যোৎসবের উদ্যেগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ীর শতবর্ষী শফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে নাট্যোৎসব। জেলার চারটি নাট্য সংগঠনের অংশগ্রহনে মঞ্চস্থ্য করা হয় চারটি নাটক।
শতবর্ষী নাট্যমঞ্চে নাট্যোৎসবের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার। এ সময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসেনে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক অসীম কুমার পাল। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস।
পরে সন্ধ্যায় রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দানে শতবর্ষী শফিউর রহমান মিলনায়নের শতবর্ষী নাট্যমঞ্চে মঞ্চস্থ্য হয় নাটক,রাজবাড়ীর মঙ্গলনাটের পরিবেশনায়, “ফিরে দেখা বায়ান্ন” গহন থিয়েটারের পরিবেশনায় “চেতনায় একাত্তর” স্বদেশ নাট্যঙ্গনের পরিবেশনাং “ময়না মেয়ের বিয়ে” ও জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় নাটক “জন্মভুমি”। এ সময় নাটক দেখতে ভীর করে শত শত নাট্যপ্রেমী।