রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ২টি ইট ভাটাকে জরিমানা করেছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুধবার বালিয়াকান্দি উপজেলাতে অভিযান পরিচালনা করেন। অভিযানে বিএসটিআইয়ের নির্দিষ্ট পরিমাপের বেশি জায়গা জুড়ে নাম ফলক ব্যবহার করার দায়ে ৪৮ ধারায় টিএমবি বিকসকে ২৫ হাজার টাকা এবং এডিবি বিকসকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। দু,টি ইটভাটাকে ৪০ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমান আদালতে জেলা প্রশাসন ও জেলা পুলিশ সহযোগিতা করেছে।