“প্রাথমিক শিক্ষার দীপ্তি- উন্নত জীবনের ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়েছে।
বুধবার সকালে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় একটি র্যালী। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আ¤্রকাননে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেনে ইয়াসমীন কোরেমী প্রমুখ।
এছাড়া জেলার গোয়ালন্দ, বালিয়াকান্দি, পাংশা ও কালুখালীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শিক্ষা সপ্তাহ উদ্যাপিত হয়।