রাজবাড়ীর গোয়ালন্দে বুধবার সন্ধ্যায় এলেম খাঁ (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডলের পাড়া গ্রামের ধুনাই খাঁর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, বুধবার (১৩ মার্চ) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকা হতে এলেম খাঁকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এসময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত আসামীকে দুই বছরের কারাদন্ডের আদেশ দিয়ে কারাগারে প্রেরণ করেন। এ অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক মো: তানভীর হোসেন খান উপস্থিত ছিলেন।