সোহেল রানা ॥
শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানোর লক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে স্কুল ক্যবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের স্কুল ক্যবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা লাইনে দাড়িয়ে তাদের ভোটাধীকার প্রয়োগ করে। এ নির্বাচনকে ঘিরে সকাল থেকে বিদ্যালয়ে স্কুল ক্যাবিনেট নির্বাচন উৎসবমুখর পরিবেশে একযোগে অনুষ্ঠিত হয়। নারুয়া মুন্সী ইয়ার উদ্দিন আহম্মেদ বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে লম্বা লাইনে দারিয়ে তাদের ভোটাধীকার প্রয়োগ করছে।