‘নিরাপদ মান সম্মত পণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজবাড়ী গোয়ালন্দে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টায় র্যালী, আলোচনা সভা ও শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, নির্মল কুমার চক্রবর্তী, আতিকুজ্জামান সেন্টুসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় ভোক্তার অধিকার নিশ্চিত করতে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তারা বলেন, সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবার মান ও যে কোন পন্য কিনলে সচেতন ভোক্তা হিসেবে তার মান বুঝে নেয়া আপনাদেরই দায়িত্ব।