রাজবাড়ী শহরের শ্রীপুর বাজার এলাকা থেকে শনিবার ইয়াবা ট্যাবলেটসহ আবুল হাসান ইকবাল (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে ওই এলাকার আক্তার হোসেনের ছেলে।
রাজবাড়ী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খানের নেতৃত্বে শ্রীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে শনিবার সকাল ৯টার দিকে আবুল হাসান ইকবালের বাড়ীর ৪র্থ তলা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।