দীর্ঘদিন রাজনীতির মাঠে ঝিমিয়ে পড়া ও দ্বিধাদ্বন্দ অবসান না হলেও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছে। ৭টি ইউনিয়নেই পাল্টাপাল্টি কমিটি গঠন করেছে দু,পক্ষই।
দলীয় সুত্রে জানাগেছে, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ নাছিরুল হক সাবু ও জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হারুন-অর রশিদ হারুন দুটি গ্রুপে বিভক্ত হয়ে নেতৃত্ব দিচ্ছেন। সাবু গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন, উপজেলা বিএনপির সভাপতি ও ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান ও বালিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার মশিউল আযম চুন্নু।
হারুন গ্রুপে গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন, জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম শওকত সিরাজ ও চৌধুরী মাহফুজুল কবির জুয়েল। বিরোধের কারণে নারুয়া, জামালপুর, জঙ্গল, ইসলামপুর, বহরপুর, জামালপুর ইউনিয়নের দু,গ্রুপই পাল্টাপাল্টি কমিটি ঘোষনা করেছে। এতে নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে।
নেতাকর্মী ও জণগন অনৈক্য, বিভেদ জনিত দুর্বলতা ও অসহায়তার শিকার হতে চান না। জাতীয়তাবাদের ভিত্তিতে সুদৃঢ় গণ ঐক্য ও জন গণতন্ত্র গড়ে তুলতে গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচিত করা তাদের অভিপ্রায়স।
তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহনমুলক ঘোষনার ফলে বিএনপির রাজনীতিতে গ্রুপিং ব্যাপক আকার ধারন করেছে। দু,টি গ্রুপই বিভিন্ন ভাবে ঘরোয়া পরিবেশে নেতাকর্মীদের নিয়ে সভা-সমাবেশ করছে। নির্বাচনের আগেই বিরোধ নিষ্পত্তি না হলে রাজবাড়ী-২ আসনে বিএনপির রাজনীতিতে বিপর্যয় নেমে আসবে বলে সাধারন নেতাকর্মীদের অভিমত।