রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে শনিবার বিকালে ২ সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রাজবাড়ীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে দেওয়ালে পোষ্টার সার্টানোর অভিযোগে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধন (মোটর সাইকেল) কে ২০ হাজার টাকা ও এনপিপি পার্টির আশরাফ মোল্যা (আম) কে ১০ হাজার টাকা জরিমানা করেছে।