রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যেগে রবিবার সকালে কালেক্টরেট চত্ত্বরে নির্মিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনসহ নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সকাল ৯ টায় জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি পুষ্পমাল্য অর্পন করেন। এরপর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পন করে।
এরপর সেখান থেকে বের করা হয় একটি বর্নাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে সকালে জেলা আওয়ামীলীগের উদ্যোগে কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় পতাকা উওোলন জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।