সোহেল রানা ॥
রবিবার সকালে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে নির্মিত জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনসহ নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সকালে জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ,এস,এম আব্দুল্লাহ আল মুরাদ, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম পুষ্পমাল্য অর্পন করেন। এরপর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পন করে।
এরপর সেখান থেকে বের করা হয় একটি বর্নাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।