মাসুদ রেজা শিশির ॥
তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ ফরিদ হাসান ওদুদ (আনারস প্রতীকের) নির্বাচনী অফিস ভাঙ্গচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে নির্বাচনী অফিস ভাঙ্গচুরের প্রতিবাদে পাংশা উপজেলার মৌদিপুর এলাকায় সংবাদ সম্মেলন এ অভিযোগ করেছেন তিনি।
এ সময় স্বতন্ত্র প্রার্থী ফরিদ হাসান ওদুদ বলেন, আওয়ামী লীগ প্রার্থী এ,কে,এম শফিকুল মোরশেদ আরুজ এর কর্মী-সমর্থকরা আমার কর্মী-সমর্থকদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে। ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে যেতে না পারে তার জন্য এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চলছে। গত সোমবার রাতে পাংশা পৌরসভার কাউন্সিলর অতুর সরদারের নেতৃত্বে ৩০-৩৫ জনের একদল সন্ত্রাসী বাহিনী মৌরাট ইউনিয়নের মহিষভাঙ্গা বাজারে আমার নির্বাচনী অফিসে গিয়ে অফিস বন্ধের হুমকি প্রদান করেছে এবং সেখানে উপস্থিত আমার কর্মী-সমর্থকদের প্রাণনাশের হুমকি দিয়েছে। সেখান থেকে ফিরে অতুর সরদার ও সরিষা ইউপি চেয়ারম্যান আজমল-আল বাহার বিশ্বাসের ভাই পিকুল বিশ্বাসের নেতৃত্বে মৌরাট ইউনিয়নের দত্তের হাট মোড়ে আমার অফিস ভাঙচুর করে।
এ সময় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের নির্বিঘেœ ভোট দেয়ার পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসনের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী মালু, মোঃ শাহজাহান, জাহাঙ্গীর মন্ডল, আব্দুল মোমিন মন্ডল, মিজানুর রহমান, আরিফুল ইসলাম ও রিপন মুন্সী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যপারে পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এ,কে,এম শফিকুল মোরশেদ আরুজ ( ০১৭১২-২৮৭১২৪ ) বার বার ফোণ করা হলেও তিনি ফোনটি রিসিভ করেন নি।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসানউল্লাহ জানান, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্য পাংশা উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এখনও কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মানুষ যাতে তাদের ভোটাধীকার প্রয়োগ করতে পারে সে ব্যপারে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।