বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে ভোরের ডাক পত্রিকার ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
ভোরের ডাক পত্রিকার ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে পৌর মিলেনিয়াম মার্কেটে ভোরের ডাক পত্রিকার রাজবাড়ী প্রতিনিধির কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কেক কেটে জন্ম দিনের শুভ সুচনা করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এম এ খালেক।
এ সময় রাজবাড়ী জেলা প্রেস ক্লাবের সভাপতি ও বিটিভির জেলা প্রতিনিধি মোঃ সানাউল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর জনপ্রিয় স্থানীয় দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ভোরের ডাক পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি করিম ইসহাক। এ সময় উপস্থিত ছিলেন, একাত্তর টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি মোঃ মেহেদী হাসান, দৈনিক আমাদের সময় পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, ইনকিলাব পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, বিজয় টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি শেখ আলী আল মামুন, ঢাকা প্রতিদিন পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি আল মামুন আরজু, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি শেখ রনজু আহম্মেদ।
বক্তারা এ সময় বলেন, বস্তুু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ভোরের ডাক পত্রিকাটি ২৮ বছর যাবৎ পাঠকের হৃদয়ে অবস্থান করে আসছে। আগামী আরো চ্যলেঞ্জ মোকাবেলার মাধ্যমে পত্রিকা সংবাদের শীর্ষে অবস্থান করবে এমনটাই প্রত্যাশা তাদের।
এর আগে সকালে পৌর মিলেনিয়াম মার্কেটে ভোরের ডাক পত্রিকার রাজবাড়ী প্রতিনিধির কার্যালয়ের সামনে থেকে বের করা হয় একটি র্যালী। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।