যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতনের পর ৩ বছরের শিশু সন্তানকে জোড়পুর্বক ছিনিয়ে নিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই গৃহবধুকে রাজবাড়ীর বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতিত গৃহবধুর নাম হেলেনা বেগম, পিতার নাম আক্কাচ মন্ডল, বাড়ী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি ইউনিয়নের জাবরকোল গ্রামে।
নির্যাতনের শিকার ওই গৃহবধু জানান, পারিবারিক ভাবে ৮বছর পুর্বে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কালিনগর গ্রামের আকুল মন্ডলের ছেলে মোঃ শামীম হুসাইনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার সাথে খারাপ আচরন ও শারিরিক ভাবে লাঞ্ছিত করে আসছিল। বিয়ের ৪ বছর পর তার গর্ভে সন্তান আসে। পেটের সন্তানসহ তার পিতার বাড়ীতে রেখে যায় ও এক লক্ষ টাকা যৌতুক দাবী করে। দেড় বছর পর আদালতে মামলা দায়ের করলে বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদে শালিসের মাধ্যমে পুনরায় ঘরে তোলে। বাড়ীতে নিয়ে যাওয়ার ৩ মাস না যেতেই পুনরায় যৌতুক দাবী ও নির্যাতন করে। গত ১৬ মার্চ তাকে মারপিট করে মুখের দু,টি দাঁত ভেঙ্গে দেয়। পরদিন সকালে ৩ বছরের শিশু সন্তানকে কোল থেকে কেড়ে রেখে তাড়িয়ে দেয়। পরে রাজবাড়ীর বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা গ্রহন করে। শনিবার শিশু সন্তানকে আনতে গেলে পুনরায় নির্যাতন করে। সে বর্তমানে বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদে স্বামী শামীম হুসাইন, শশ্বুর আকুল মন্ডল, শাশুড়ী খুর্শিদা বেগমকে আসামী করে অভিযোগ দায়ের করেছে।