রাজবাড়ীতে বুধবার কামরুজ্জামান মৃনাল (৩৫) নামের এক মাদকসেবীকে ৪ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সে রাজবাড়ী শহরের ২নং বেড়াডাঙ্গা এলাকার ২৪ নং বাড়ির মৃত আতর আলীর ছেলে।
রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজের নেতৃত্বে রাজবাড়ী পৌরসভার ২নং বেড়াডাঙ্গা এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় কামরুজ্জামান মৃনালকে হেরোইন সেবনের দায়ে গ্রেফতার করে ৪ মাসের বিনাশ্রম কারাদ- ও নগদ দশ হাজার টাকা জরিমানা আদায় করে জেলা কারাগারের প্রেরণ করা হয়।