প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষ্যম্য নিরসন করে ১১ তম গ্রেড প্রদানের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বাংলাদেশ সহকারী শিক্ষক মহাজোট রাজবাড়ী সদর উপজেলা শাখা।
বুধবার দুপুরে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে সড়কে অনুষ্ঠিত হয় ওই মানববন্ধন কর্মসুচী। মানববন্ধন কর্মসুচী চলাকালে বক্তৃতা করেন, শিক্ষক মানিক বিশ্বাস, শিক্ষক আঞ্জুমান আরা বেগম, সাইদুর রহমান, নিলুফা বেগম প্রমুখ।
বক্তারা এ সময় অবিলম্বে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষ্যম্য নিরসনে ১১ তম গ্রেডের জোর দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন শিক্ষকরা।