আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে আচরনবিধি লঙ্ঘনের দায়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন।
সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, ভাইস চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন (তালা প্রতীক) নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের পেশকার মোড় এলাকায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাইকে প্রচারনা চালাচ্ছিলেন। এ সময় তাকে আচরনবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।