রাজবাড়ীর গোয়ালন্দে শনিবার বড় বোনকে ধারালো বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে ছোট ভাই ইমরান মোল্লা (২৬)। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়া মহল্লায়।
আহত গৃহবধু রুমী ইসলামকে (২৮) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলুর স্ত্রী। এ ঘটনায় ইমরানকে আটক করেছে পুলিশ। ইমরান গোয়ালন্দ পৌরসভার ৪নম্বর ওয়ার্ড জুড়ান মোল্লার পাড়ার রমজান মোল্লার ছেলে।
আহত রুমী ইসলামের স্বামী শহিদুল ইসলাম বাবলু বলেন, শনিবার দুপুর একটার দিকে তিনি খবর পান তার স্ত্রীকে কুপিয়ে জখম করেছে তার ছোট ভাই ইমরান। দ্রুত শ^শুর বাড়ি ছুটে গিয়ে ইমরানকে রক্তাত্ব বটি হাতে দেখতে পান। তাৎক্ষনিকভাবে ইমরানকে তিনি আটক করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের কাছে সোর্পদ করেন। এসময় তার স্ত্রী রুমী ইসলামকে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী বলেন, সংবাদ পেয়ে পুলিশ অভিযুক্ত ইমরান মোল্লাকে গ্রেফতার করেছে। তবে গুরুতর আহত গৃহবধুর চিকিৎসা চলছে। এ কারণে মামলা দায়ের করতে একটু বিলম্ব হচ্ছে।