গোয়ালন্দে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যারন পদে নার্গিস পারভীন পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান ও আসাদুজ্জামান চৌধুরী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রোববার ভোট গ্রহন ও গননা শেষে রাতে উপজেলা নির্বাচন অফিস সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায়, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নার্গিস পারভীন ফুটবল মার্কা নিয়ে ২২ হাজার ৪৮৯ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি নাজমা সরোয়ার কলস মার্কা নিয়ে পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বোচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী টিয়াপাখি মার্কা নিয়ে ৮ হাজার ৩৯৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুর রহমান মন্ডল টিউবওয়েল মার্কা নিয়ে ৮ হাজার ২৭৫ ভোট। এছাড়া বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী চশমা মার্কায় ৫ হাজার ৯২৭ ভোট, আবুল কালাম আজাদ উড়োজাহাজ মার্কায় ৫ হাজার ৩০০ ভোট, মহিউদ্দিন সরদার গোলাপ ফুল মার্কায় ৪ হাজার ৬৯২ ভোট, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আব্দুল বাতেন মাইক মার্কায় ৩ হাজার ৩৫১ ভোট, গিয়াস উদ্দিন শেখ তালা মার্কায় ২ হাজার ৩২৫ ভোট পেয়েছেন।
উল্লেখ্য চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো. নুরুল ইসলাম আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে ৮৬ হাজার ৭৫৩ জন ভোটারের মধ্যে ৩৯ হাজার ১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে বিভিন্ন কারণে ৭৫৫ জনের ভোট বাতিল করেছেন কর্তৃপক্ষ। নির্বাচনে ভোট পড়েছে ৩৪ শতাংশ।