রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ শনিবার দিবাগত রাতে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো রাজবাড়ী জেলার পাংশা উপজেলার উদয়পুর পশ্চিমপাড়া গ্রামের মৃত ইমাম সরদারের ছেলে মো. জিল্লু সরদার (৩৬) ও চর দুর্লবদিয়া গ্রামের লিয়াকত সরদারের ছেলে মো. রুহুল আমিন সরদার (৩৩)। তাদেরকে রোববার রাজবাড়ীর মূখ্য বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. এজাজ শফী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত চারটার দিকে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সংবাদ পেয়ে তাদের দুইজনকে গ্রেফতার করে। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন, তাদের বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া থানায় দুটি করে অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে।