৩য় ধাপে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ নির্বাচন রোববার শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান পদে জালাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকেয়া বেগম নির্বাচিত হন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ৪৪ হাজার ৯৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীক নিয়ে শফিকুল মোর্শেদ আরুজ পেয়েছেন ৩৮ হাজার ৯০৩ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে ৫০ হাজার ৪৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জালাল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান ভাইস চেয়ারম্যান হেনা মুন্সি ৩০ হাজার ৮৪৭ ভোট পান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতিক নিয়ে রোকেয়া বেগম ৬৭ হাজার ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সফুরা বেগম ১৫ হাজার ১৫৭ ভোট পান।