সারা দেশের ১১৭টি উপজেলার ন্যায় রোববার রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে এমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান পদে রকিবুল ইসলাম পিয়াল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া বেগম বিজয়ী হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সদর উপজেলা পরিষদের তিন বারের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এ্যাডঃ ইমদাদুল হক বিশ^াস আনারস প্রতীক নিয়ে ২৬ হাজার ৮শত ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের অপর বিদ্রোহী প্রার্থী এসএম নওয়াব আলী দোয়াত-কলম প্রতীক নিয়ে ১৯ হাজার ৮শত ৪০ ভোট পান। আর নৌকা প্রতীক পাওয়া শফিকুল ইসলাম শফি পেয়েছেন ১৮ হাজার ৩ ভোট।
অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে ৩৭ হাজার ১শ ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রকিবুল ইসলাম পিয়াল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এ্যাড. শফিকুল হোসেন উড়োজাহাজ মার্কা নিয়ে ২৪ হাজার ১৪ ভোট পান। মহিলা ভাইস চেয়াম্যান পদে আলেয়া বেগম হাঁস মার্কা নিয়ে ৩৬ হাজার ১১৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাজী মলি কলস মার্কা নিয়ে ২৬ হাজার ৬৫২ ভোট পান। এ নির্বাচনে ভোট পরেছে ২৬ শতাংশ।