রাজবাড়ী সদর উপজেলা খানখানাপুর বড় ব্রীজ এলাকায় দ্রুত গতির বাশ বোঝাই একটি ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে আব্দুর রাজ্জাক নামে এক যুবকের মৃত্য হয়েছে। সোমবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ জেলার বেউতা এলাকার আব্দুল মালেকের ছেলে।
রাজবাড়ীর আহালাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ পারভেজ জানান, সোমবার রাত আটটার দিকে একটি মোটর সাইকেলে মানিকগঞ্জ থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল আব্দুর রাজ্জাক। এ সময় রাজবাড়ী সদর উপজেলা খানখানাপুর বড় ব্রীজ এলাকায় আসলে বীপরিত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাসকে সাইড দিতে গেলে বাশ বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্য হয়।