রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে মিঃ নুডুস এর সৌজন্যে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত অতিথিসহ শিক্ষার্থীদের প্রানের রেডি নুডুস দেওয়া হয়। এতে খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা ও দায়রা জজ মোঃ শামসুল হক, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, প্রান কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানাজার আব্দুল হালিম প্রমূখ। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
পড়ে বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।